15054

04/23/2025 তৌহিদি জনতার নামে বিএনপি-জামায়াত ধ্বংসযজ্ঞ চালিয়েছে : রেলমন্ত্রী

তৌহিদি জনতার নামে বিএনপি-জামায়াত ধ্বংসযজ্ঞ চালিয়েছে : রেলমন্ত্রী

পঞ্চগড় থেকে

৭ মার্চ ২০২৩ ০৩:৫৯

পঞ্চগড়ের আহাম্মদ নগরে কাদিয়ানি সম্প্রদায়ের সালনা জলসার স্থান ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে সেখানে গিয়ে কাদিয়ানি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, রাজনীতির ছত্রছায়ার আড়ালে একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে এসব ঘটনা ঘটিয়েছে। তৌহিদি জনতার নামে বিএনপি-জামায়াত যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা একাত্তারের নৃশংসতাকেও হার মানায়। তারা নানা নামে বেনামে গুপ্ত হামলা করে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় যদি প্রশাসনের কোনো দুর্বলতা থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও খুঁজে বের করা হবে।

এ সময় মন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে আহাম্মদ নগরের ১৭৯টি পরিবারের প্রতিটি পরিবারকে ১টি করে কম্বল, শাড়ি, লুঙ্গি ও নগদ ১ হাজার টাকা ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল তুলে প্রদান করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের বাড়িঘর মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এমএম সিরাজুল হুদাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কাদিয়ানি সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ফুলতলা বাজার এলাকায় হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করতে গেলে মন্ত্রীর গাড়ির সামনে এসে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্তরা।

প্রসঙ্গত, আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক জলসাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২ মার্চ) বিক্ষোভ-অবরোধ, শুক্রবার জুমার নামাজের পর মিছিল, পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ, কাদিয়ানিদের ব্যবসা-প্রতিষ্ঠান ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনের প্রাণহানি ঘটে। সর্বশেষ শনিবার রাতে গুজব ছড়িয়ে আবার গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় পঞ্চগড় সদর থানায় ৮ হাজার ২০০ জনকে আসামি করে ছয়টি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]