15096

03/24/2025 ওয়ানডে ইতিহাসে প্রথম এবং একমাত্র সাকিব

ওয়ানডে ইতিহাসে প্রথম এবং একমাত্র সাকিব

ক্রীড়া ডেস্ক

৮ মার্চ ২০২৩ ০৪:২০

ওয়ানডেতে একই ম্যাচে ব্যাট হাতে হাঁফ সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে চার উইকেট বা তার বেশি শিকার করেছেন এমন ক্রিকেটারের সংখ্যা ৫৮ জন। তবে সবচেয়ে বেশি এমন ঘটনার সাক্ষী হয়েছেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার ক্যারিয়ারে চার বার এমনটা ঘটিয়েছেন। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে আর কোনো ক্রিকেটার করে দেখাতে পারেননি।

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে আরও তিনবার এমনটা করে দেখিয়েছিলেন সাকিব। এরফলে আগে থেকেই শহিদ আফ্রিদি এবং ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে এই তালিকায় শীর্ষে ছিলেন সাকিব।

তবে ইংলিশদের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে ৭৫ রান করেন তিনি। চট্টগ্রামে ব্যাট হাতে এমন দুর্দান্ত ইনিংসের পর বল হাতেও জ্বলে ওঠেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ৩৫ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। ফলে আফ্রিদি-গেইলকে ছাড়িয়ে এককভাবে এই রেকর্ডের মালিক বনে যান সাকিব।

আফ্রিদি এবং গেইল দুজনই তিনবার করে এমন কীর্তি গড়েছেন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন আব্দুল রাজ্জাক। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে এমন কীর্তি গড়েছেন মোট দুইবার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]