1530

04/04/2025 নতুন উপাচার্য বশেমুরবিপ্রবিতে 

নতুন উপাচার্য বশেমুরবিপ্রবিতে 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বশেমুরবিপ্রবি

৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:২২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নিজ অফিস কক্ষে তিনি যোগদানপত্রে স্বাক্ষর করেন।

এরপর দুপুর ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত উপাচার্য। পরে তিনি জাতির পিতার সমাধিসৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযাগিতা কামনা করেন। এ ছাড়া বাদ জোহর তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ দোয়া মাহফিলে অংশ নেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]