1556

04/04/2025 এবার করোনা আক্রান্ত এমবাপ্পে

এবার করোনা আক্রান্ত এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪২

নেইমার-আনহেল দি মারিয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। যার কারণে বুধবার (০৯ সেপ্টেম্বর) নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে থাকছেন না ফরাসি ফরোয়ার্ড।

২১ বছর বয়সী তারকা করোনা আক্রান্ত হওয়া নিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচ খেলতে পারবেন না। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অনুশীলন শেষে রিপোর্ট পেয়ে তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং সন্ধ্যায় বাড়ি চলে গেছেন। ’

গত সপ্তাহে পিএসজির ৬ তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হন। এবার হলেন এমবাপ্পে। কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমের শুরুর ম্যাচেও তার খেলতে পারা নিয়ে সন্দেহ আছে।

রোববার (সেপ্টেম্বর) ২১ বছর বয়সী তারকার গোলে নেশন্স লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে সুইডেনের বিপক্ষে জয় পায় ফ্রান্স।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]