15631

04/20/2025 শেয়ার বিক্রি করবেন হাক্কানি পাল্পের পরিচালক

শেয়ার বিক্রি করবেন হাক্কানি পাল্পের পরিচালক

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ ২০২৩ ০১:০৬

শেয়ার বিক্রি করবেন পুঁজিবাজারের তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক হোসনে আরা বেগম। তিনি তার হাতে থাকা দশ কোটি ৯১ লাখ ৬৬৬ হাজার শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন।

মঙ্গলবার (২৮ মার্চ) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, উদ্যোক্তা হোসনে আরা বেগম আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্লকে শেয়ার বিক্রি করবেন। মঙ্গলবার দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ৫৬ টাকা ১০ পয়সা। দিনের সর্বশেষ লেনদেন হয়েছে ৫৩ টাকা ২০ পয়সা।

বর্তমানে এ কোম্পানির ১ কোটি ৯০ লাখ শেয়ার রয়েছে। ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটি এ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৪ দশমিক ৬৯ শতাংশ শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫২ দশমিক ৪৪ শতাংশ শেয়ার আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২ দশমিক ৮৭ শতাংশ শেয়ার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]