15761

03/28/2025 আমাদের পেসাররা বিশ্বমানের: মিরাজ

আমাদের পেসাররা বিশ্বমানের: মিরাজ

ক্রীড়া ডেস্ক

৩ এপ্রিল ২০২৩ ২১:২২

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে বইছে পালা বদলের হাওয়া। আর এই সময়েই সকলের নজরে পড়েছে টাইগারদের পেস বোলিং বিভাগের উন্নতি। অ্যালান ডোনাল্ডের অধীনে তাসকিন আহমেদ-এবাদত হোসেনরা বয়ে আনছেন একের পর এক সাফল্য। বাংলাদেশ দলও যে কারণে স্পিনারদের পাশাপাশি এখন পেসারদের উপরও ভরসা রাখতে পারছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচেও এই পেসাররা বড় ভূমিকা রাখবে এমনটাই মনে করেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শুরুর আগের দিন আজ রোববার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন এই টাইগার অলরাউন্ডার।

এ সময় মিরাজ বলেন, ‘টেস্টে তাদের (পেসারদের) ভূমিকা গুরুত্বপূর্ণ। পেসাররা যদি শুরুর দিকে ২-৩টা উইকেট এনে দিতে পারে, তাহলে প্রতিপক্ষ মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে। এখন আমাদের পেসাররাও অনেক ভালো, বিশ্ব মানের। তারা নিশ্চয়ই চেষ্টা করবে ভালো করার।'

মিরাজ আরো যোগ করেন, ‘যেহেতু ঘরের মাঠে খেলা, আমরা স্পিনাররা এখানে ভালো করি। কিন্তু সুযোগ পেসারদেরও থাকবে। উইকেটটা আমরা দেখেছি। ভালো উইকেট করার চেষ্টা করা হয়েছে, যেন সবাই ভালো করতে পারে। যেন আমরা সত্যিকারের টেস্ট ক্রিকেটটা খেলতে পারি। পেস বোলিং বলেন, স্পিন বোলিং বলেন, ভালো দলই সাজানো হচ্ছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]