1584

09/20/2024 করোনাভাইরাস: আরও ৪১ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১ হাজার ৮২৭

করোনাভাইরাস: আরও ৪১ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১ হাজার ৮২৭

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৩

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮২৭ জন।

বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮২৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৮ জন হল।

আর গত এক দিনে মারা যাওয়া ৪১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৫৯৩ জনে দাঁড়াল।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৯৯৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ অগাস্ট তা তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর সেই সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে পৌনে ৩ লাখ ছাড়িয়েছে; মৃতের সংখ্যা পৌঁছেছে ৯ লাখের কাছাকাছি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে সনাক্তের দিক থেকে ১৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪টি ল্যাবে ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৩৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন, নারী ১২ জন। তাদের মধ্যে ৩৬ জন হাসপাতালে, ৩ জন বাড়িতে মারা গেছেন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ২ জনকে।

তাদের মধ্যে ২৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জন করে মোট ২ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ১০ বছরের নিচে ছিল ১ জন।

১৭ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ৫ জন করে মোট ১০ জন রাজশাহী ও রংপুর বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ২ জন সিলেট বিভাগের এবং ১ জন করে মোট ২ জন বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৪ হাজার ৫৯৩ জনের মধ্যে ৩ হাজার ৫৮২ জনই পুরুষ এবং ১ হাজার ১১ জন নারী।

তাদের মধ্যে ২ হাজার ৩০০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ২৪৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৬০১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২৭৭ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১০৯ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৩৯ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ২০ জনের বয়স ছিল ১০ বছরের কম।

এর মধ্যে ২ হাজার ২১৭ জন ঢাকা বিভাগের, ৯৭৮ জন চট্টগ্রাম বিভাগের, ৩০৬ জন রাজশাহী বিভাগের, ৩৯০ জন খুলনা বিভাগের, ১৭৮ জন বরিশাল বিভাগের, ২০৮ জন সিলেট বিভাগের, ২১৮ জন রংপুর বিভাগের এবং ৯৮ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]