15880

04/20/2025 বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল ২০২৩ ১৬:২২

রাজধানীর বঙ্গবাজার এলাকায় বরিশাল প্লাজার ৪র্থ তলায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। পরে ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]