1602

09/20/2024 মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলায় তদন্তে সিআইডি

মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলায় তদন্তে সিআইডি

জেলা সংবাদদাতা, নারায়ণগঞ্জ

১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৮

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় পুলিশের করা মামলার তদন্তের ভার পুলিশের অপরাধ বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে।

মামলার তদন্তের দায়িত্ব পেয়ে বৃহস্পতিবার বিকালে সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে।

গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক বাবুল হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে আমরা তদন্ত কাজ শুরু করেছি। মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা ঘটনার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছি।

ঘটনার পর থেকে ছায়া তদন্ত করেছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িত যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে এবং প্রকৃত সত্য উদঘাটন করা হবে।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদ পরিচালনা কমিটি, তিতাস গ্যাস ও ডিপিডিসির অবহেলাকে দায়ী করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে গত শনিবার মামলা করেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) হুমায়ুন কবির।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]