16079

04/04/2025 পরী-মমতাজের ‘সোনার কাঠি রুপার কাঠি’

পরী-মমতাজের ‘সোনার কাঠি রুপার কাঠি’

বিনোদন ডেস্ক

১৫ এপ্রিল ২০২৩ ১৯:৩৭

মাতৃত্বকালীন অবসর কাটিয়ে এবার পর্দায় মায়ের চরিত্রে ফিরবেন চিত্রনায়িকা পরীমণি। মা দিবস উপলক্ষ্যে আগামী ১৯ মে মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’। ট্রেলার প্রকাশ পেয়েছে আগেই এবার মুক্তি পেল ছবিটির একটি বিশেষ গান।

‘সোনার কাঠি রুপার কাঠি’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার কথায় গানটিতে দ্বৈতভাবে সুরারোপ করেছেন মাহাদী ও মুনতাসির। সংগীতায়োজন করেছেন মুনতাসির। শুক্রবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ উপলক্ষ্যে ইউটিউবে উন্মুক্ত হয়েছে গানটি।

গত ২০ ঘণ্টায় গানটির ভিউ হয়েছে দুই হাজারের অধিক। মন্তব্যের ঘরে গানটি নিয়ে প্রশংসাবাক্যই দেখা গেছে। কারো মন্তব্য, ‘খরতাপে একরাশ স্নিগ্ধতার পরশ বুলিয়ে গেল চমৎকার এই গানটি।’ আবার কেউ লিখলেন, ‘চমৎকার একটি গান। শিল্পী মমতাজসহ পুরো টিমকে অভিনন্দন ও শুভকামনা।’

নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। বীনাপানি নামের সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি। তিনি এখানে দারুণ অভিনয় করেছেন। এ ছবিটি নতুন এক পরীমণিকে সবার সামনে নিয়ে আসবে।’

ছবিটিতে পরীমণি ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন, ক্রিস্টিনো তন্ময়, শিরিন আলম প্রমুখ। এটি নির্মিত হচ্ছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]