16383

04/20/2025 মদ বিক্রি থেকে আয় বেড়েছে পশ্চিমবঙ্গে

মদ বিক্রি থেকে আয় বেড়েছে পশ্চিমবঙ্গে

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৩ ২৩:২৭

মদ বিক্রি থেকে আয় বেড়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের। ২০২১-২২ অর্থবছর তুলনায় ৩০ শতাংশ বেশি মুনাফা করেছে ভারতের এ রাজ্য সরকার।

২০২২ -২৩ অর্থবছরে মদ বিক্রি করে পশ্চিমবঙ্গ সকারের মুনাফা হয়েছে ১৬ হাজার ৫০০ কোটি টাকা।

২০২২- ২৩ অর্থবছরে বিয়ারের বিক্রি দ্বিগুণ হয়েছে গত অর্থবছরের তুলনায়। পাশাপাশি বিদেশে প্রস্তুতকারী মদের বিক্রিও গতবারের তুলনায় বেড়েছে ১০ শতাংশ। ভারতে প্রস্তুতকারী মদের বিক্রিও বেড়েছে গতবারের তুলনায় ১০ শতাংশ।

করোনা পরিস্থিতির কারণে দুবছর কিছুটা ধাক্কা খেয়েছিল ভারতে মদের বিক্রি। তবুও ২০২১-২২ অর্থবছরে মদ বিক্রি করে ১২ হাজার কোটি টাকারও বেশি আয় করেছিল পশ্চিমবঙ্গ সরকার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]