1641

04/11/2025 ৩৫০ কোটির ছবির নায়িকা ক্যাটরিনা, ১০০ কোটি নেবেন সালমান 

৩৫০ কোটির ছবির নায়িকা ক্যাটরিনা, ১০০ কোটি নেবেন সালমান 

বিনোদন ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২০ ২২:৫২

‘এক থা টাইগার’ ছবি দিয়ে দর্শক মাতিয়েছিলেন সালমান-ক্যাটরিনা জুটি। সেই সাফল্যের প্রেরণায় তাদের নিয়ে নির্মিত হয়েছিল ‘টাইগার জিন্দা হ্যায়’। সেই ছবিও বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল। এবার আসছে টাইগার সিরিজের তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’।

এখানেও বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ছবিটি তৈরি হবে যথারীতি যশরাজ ফিল্মসের ব্যানারে। এবার ছবি আলী আব্বাস জাফর বা কবির খানের কেউই থাকছেন না। নতুন করে এ কিস্তি পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে মণীশ শর্মাকে।

জানা গেছে, নতুন এই কিস্তিটি নির্মিত হবে বিগ বাজেটে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা। বলিউডে এ যাবত যত সিনেমা হয়েছে, খরচের বহরে সেই সব সিনেমাকে ছাড়িয়ে যাবে টাইগার থ্রি।

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, টাইগার থ্রি নাকি ইতিহাস তৈরি করতে চলেছে। ওই সিনেমা তৈরি করতে ৩৫০ কোটি খরচ হবে। যার মধ্যে সিনেমা তৈরিতে খরচ হবে ২০০-২২৫ কোটি। যে কোনো হিন্দি সিনেমা তৈরিতে এই বিপুল খরচ প্রথমবার। প্রমোশন, প্রচারসহ বিভিন্ন কাজে খরচ হবে ২০-২৫ কোটি। সালমান পারিশ্রমিক নেবেন ১০০ কোটি। সবকিছু মিলিয়ে ৩৫০ কোটি খরচ হবে ‘টাইগার থ্রি’ তৈরিতে। পাওয়া যাচ্ছে এমন খবর।

এদিকে বর্তমানে সালমান খান ব্যস্ত ‘বিগ বস ১৪’র শুটিংয়ে। অন্যদিকে ক্যাটরিনা আপাতত বিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর। যদিও বিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ, নিজেদের সম্পর্ক নিয়ে কাউকেই প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]