16527

04/20/2025 টি-শার্টের ‌‘টি’ এর অর্থ কী

টি-শার্টের ‌‘টি’ এর অর্থ কী

লাইফস্টাইল ডেস্ক

৬ মে ২০২৩ ১৯:৪৪

টি-শার্ট হল এমন একটি পোশাক যা আমরা পরিধান করি বা আমাদের পছন্দের তালিকায় রয়েছে। এটা সব বয়সের জন্য মহান. এমনকি পুরুষ এবং মহিলারাও এটি পরতে পারেন। সবচেয়ে আরামদায়ক পোশাকের তালিকা করার সময়, টি-শার্টের নামটি শুরুতে থাকবে। দাম সাশ্রয়ী হওয়ায় যে কেউ এই পোশাকটি ব্যবহার করতে পারবেন।

দৈনন্দিন ব্যবহারের এই পোশাকের অনেক দিকই আমাদের চোখ এড়িয়ে যায়। যেমন এই টি-শার্টের নাম টি-শার্ট কেন, আমরা অনেকেই জানি না এই 'টি'-এর অর্থ কী। কিন্তু ছোটবেলা থেকেই এসব পোশাক তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অনেকের কাছ থেকে উপহার পাওয়া যায়, আবার অনেককে উপহার দেওয়া হয়। এটি এমন একটি বিষয় যা আমাদের চোখ এড়িয়ে গেছে!

টি-শার্টের ‘টি’-এর অর্থ অনেকেই জানতো একটা সময়। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা ভুলে গেছে বেশিরভাগ মানুষ। নতুন প্রজন্ম এ নিয়ে ভাবার মতো সময়ও পায়নি। দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদনে প্রকাশ হয়েছে, বর্তমানে অনেকের মধ্যেই সোশ্যাল মিডিয়া সাইটে টিকটক ভিডিও পোস্ট করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সেখানেই তারা বলে দিচ্ছে টি-শার্টের ‘টি’-এর অজানা অর্থ। এক্ষেত্রে যারা প্রথমবার এর অর্থ জানছেন, তাদের প্রতিক্রিয়াও গ্রহণ করা হচ্ছে।

টি-শার্টের নাম কেন টি-শার্টই হলে, এই ‘টি’ এর অর্থ কী, এর পেছনে আছে একটি উল্লেখযোগ্য কারণ। যদিও এবিষয়ে বেশ প্রচলিত রয়েছে দুটি তত্ত্ব।

প্রথম তত্ত্বটি খুবই সাধারণ। এটি সম্ভবত সবারই জানা বা বুঝতে পারার কথা। একটি টি-শার্ট নিয়ে সোজা করে তুলে ধরুন অথবা বিছানার ওপর বিছিয়ে দিন। টি-শার্টটির হাতা দু’টি দু’পাশে ছড়িয়ে দিন, এখন খেয়াল করুন এই পোশাকের আকৃতি ইংরেজি অক্ষর ‘টি’-এর মতো হয়ে গেছে। মূলত এ কারণেই একে টি-শার্ট বলা হয়। সাধারণত টি-শার্টে কোনো কলার থাকে না। এর গলার কাট গোল হয়ে থাবে। তবে এটি ছাড়াও টি-শার্টের ‘টি’ নিয়ে অন্য তত্ত্ব প্রচলিত রয়েছে।

কথিত আছে যে টি-শার্ট একসময় সৈন্যরা পরতেন। কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, টি-শার্টের প্রথম দিনগুলিতে, কিছু দেশের সৈন্যরা প্রশিক্ষণের জন্য সেগুলি পরত। কিছু সেনাবাহিনীতে তাদের ইউনিফর্মের নিচে টি-শার্ট পরার প্রথা ছিল। তা ছাড়া টি-শার্ট পরে শারীরিক প্রশিক্ষণও করত। তাই এই পোশাকটিকে 'ট্রেনিং শার্ট' বা টি-শার্ট বলা হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী 1913 সালের দিকে সৈন্যদের জন্য টি-শার্ট তৈরি শুরু করে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]