রাজকীয় বিভিন্ন আয়োজনের মধ্যে শনিবার (৬ মে) হচ্ছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। তার মুকুট পরিধানের এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছোট ছেলে প্রিন্স হ্যারি। তবে তাকে ‘সামরিক’ পোশাকে রাজ্যাভিষেকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
যদিও প্রিন্স হ্যারি দীর্ঘ ১০ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন। এছাড়া তার স্ত্রী মেগান মার্কেল এই অনুষ্ঠানে যোগই দেননি। তিনি তার দুই ছেলে প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছেন। ফলে প্রিন্স হ্যারি একাই এ রাজকীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ শুক্রবার (৫ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিন্স হ্যারি অনুষ্ঠানে যোগ দেবেন মর্নিং স্যুট পরে।
হ্যারিকে সামরিক পোশাক পরার অনুমতি দেওয়া হয়নি কারণ ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি ও তার স্ত্রী মেগান সকল রাজ দায়িত্ব পালন থেকে স্বেচ্ছায় সরে যান। এরপর এ দম্পত্তি চলে যান যুক্তরাষ্ট্রে। রাজ দায়িত্ব ছাড়ায় প্রিন্স হ্যারির সম্মানসূচক সামরিক পদবীও রহিত করা হয়।
যারা রাজ দায়িত্ব থেকে সরে যান বা এ দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেন তাদের সাধারণত রাজ অনুষ্ঠানে সামরিক পোশাক পরতে বাধা দেওয়া হয়।
গত বছরের সেপ্টেম্বরে যখন রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান তখনও তার শেষকৃত্যের অনুষ্ঠানে প্রিন্স হ্যারিকে অসামরিক পোশাকে আসতে হয়েছিল। কিন্তু পরবর্তীতে রাজা তৃতীয় চার্লসের অনুরোধে রানির কফিনের পাশে নিজের সামরিক পোশাক পরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন হ্যারি।
টেলিগ্রাফ অবশ্য জানিয়েছে, প্রিন্স হ্যারিও রাজ্যাভিষেকের অনুষ্ঠানে কী পোশাক পরবেন এ নিয়ে মাথা ঘামাননি। এরবদলে যা পরতে বলা হবে তাই পরবেন বলে ঠিক করেছেন তিনি।