16564

04/24/2025 আরব লীগে ১০ বছর পর ফিরছে সিরিয়া

আরব লীগে ১০ বছর পর ফিরছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

৮ মে ২০২৩ ০২:১১

দীর্ঘ ১০ বছর পর ফের সিরিয়াকে দলভুক্ত করতে সম্মত হয়েছে আরব লীগ। রোববার (৭ মে) এমন খবর জানিয়েছে ইরাকের সংবাদমাধ্যমগুলো।

সিরিয়াকে আরব লীগে ফেরানোর বিষয়টি ইঙ্গিত দিচ্ছে আবারও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে আরব বিশ্ব।

রোববার মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে মিলিত হন আরব লীগের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এ বৈঠকে সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দিতে সম্মত হন তারা।

আগামী ১৯ মে সৌদি আরবে হবে আরব লীগের সম্মেলন। এর আগেই সিরিয়াকে জোটভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১১ সালে বিরোধী দলীয় বিক্ষোভকারীদের ওপর হামলার নির্দেশ দেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ। এরপরই আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিরিয়ার ওই সরকার বিরোধী বিক্ষোভ পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। এতে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছেন ২ কোটি ৩০ লাখ মানুষ।

‘সিরিয়ার সমস্যা’ দ্রুত সমাধানেই সিরিয়াকে আবারও আরব লীগে ফেরানো হচ্ছে। মূলত জর্ডান এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

চীনের মধ্যস্থতায় গত মাসে মধ্যপ্রাচ্যের দুই চির বৈরি সৌদি আরব ও ইরান পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়। এরপরই হঠাৎ করে পাল্টে যায় ওই অঞ্চলের চিত্র। এছাড়া ফেব্রুয়ারিতে সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর মানবিক দিক বিবেচনা করে দেশটিকে আবারও জোটভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্বিপাক্ষিক সম্পর্কে পুনর্স্থাপনে কয়েকদিন আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় যান এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া একটি খবর বের হয় সিরিয়ান প্রেসিডেন্টকে আরব লীগের আগামী সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। তবে কুয়েত, কাতার এবং জর্ডান এটির বিরোধীতা করেছে। দেশগুলো জানিয়েছে, একটি স্থায়ী শান্তি পরিকল্পনার আলোচনার আগে সিরিয়ান প্রেসিডেন্টকে সম্মেলনে আমন্ত্রণ জানানো ঠিক হবে না।

এদিকে আরব বিশ্বের দেশগুলো সিরিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পথে হাঁটলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা তাদের অবস্থান পাল্টাবে না। এমনকি সিরিয়াকে আরব লীগে ফেরানোর আগে কিছু দাবি-দাওয়া আদায়ের পরামর্শও দিয়েছে মার্কিনিরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]