1659

04/04/2025 বদির বিরুদ্ধে দুদকের করা মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত

বদির বিরুদ্ধে দুদকের করা মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত

জেলা সংবাদদাত, চট্টগ্রাম

১৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৩

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরুর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ মামলার চার্জ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন আবদুর রহমান বদির আইনজীবী রফিকুল ইসলাম।

তিনি জানান, ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদক এ মামলা দায়ের করেছিল। আজ আদালত চার্জ গঠনের আদেশ দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো। আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]