16653

04/24/2025 ৩৬ বছর পর বন্ধ হচ্ছে এমটিভি নিউজ

৩৬ বছর পর বন্ধ হচ্ছে এমটিভি নিউজ

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে ২০২৩ ২০:৩৫

দীর্ঘ ৩৬ বছর পর বন্ধ হতে চলেছে এমটিভির সংবাদ প্রযোজনা বিভাগ এমটিভি নিউজ। এমটিভি নিউজের মূল মালিক সংস্থা প্যারামাউন্ট গ্লোবাল তার মার্কিন কর্মীর সংখ্যা ২৫ শতাংশ কমিয়ে দেওয়ার পর এই পদক্ষেপ সামনে এলো।

এতে করে দৃশ্যত শিগগিরই ব্যবসার বাইরে চলে যাচ্ছে এমটিভি নিউজ। বুধবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপটি আইকনিক মিউজিক ভিডিও নেটওয়ার্কের নিউজ বিভাগের সমাপ্তি ঘটাতে চলেছে। এমটিভি নিউজ একসময় পপ সংস্কৃতি থেকে রাজনীতি পর্যন্ত বিভিন্ন বিষয়ে সংবাদ কভার করত এবং জেনারেশন এক্স ও মিলেনিয়াল কিশোর-কিশোরীদের কাছে সুপরিচিত নাম হয়ে উঠেছিল।

প্যারামাউন্ট মিডিয়া নেটওয়ার্কের প্রধান ক্রিস ম্যাকার্থি বলেন, ‘আমাদের অনেক সহকর্মীর মতো কোম্পানিও বৃহত্তর অর্থনৈতিক চাপ অনুভব করছে। ফলস্বরূপ, আমরা আমাদের ঘরোয়া দলের কর্মী সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমানোর বিষয়ে খুব কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, মিডিয়া জায়ান্টের স্ট্রিমিংয়ে ‘সফলতা’ সত্ত্বেও এটি ঘটেছে।

ক্রিস ম্যাকার্থির ভাষায়, ‘কিছু ইউনিট নির্মূল করার মাধ্যমে ও অন্যদের স্ট্রিমলাইন করার মাধ্যমে এগিয়ে যাওয়ার পাশাপাশি আমরা খরচ কমাতে এবং আমাদের ব্যবসাকে আরও কার্যকর করতে সক্ষম হবো।’

ছাঁটাইয়ের কারণে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের মঙ্গলবারই ব্যক্তিগতভাবে বিষয়টি অবহিত করা হয়েছিল বলে ম্যাকার্থি জানান।

উল্লেখ্য, সিএনএন, দ্য ওয়াশিংটন পোস্ট, এনপিআর, গ্যানেট, ভক্স মিডিয়া, এনবিসি নিউজসহ অন্যান্য অসংখ্য প্রযুক্তি ও মিডিয়া সংস্থা সাম্প্রতিক মাসগুলোতে তাদের কর্মী সংখ্যা হ্রাস করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]