16671

04/24/2025 পশ্চিমবঙ্গে একদিনে চাকরি গেল ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের

পশ্চিমবঙ্গে একদিনে চাকরি গেল ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে ২০২৩ ১৭:২২

ভারতের পশ্চিমবঙ্গে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এসব শিক্ষক অপ্রশিক্ষিত হওয়ায় তাদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রায়, চাকরি বাতিল হলেও আগামী চার মাস তারা স্কুলে যেতে পারবেন। বেতন হবে প্যারা শিক্ষক হিসেবে। রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং সম্পূর্ণ করতে হবে। তবে যাদের চাকরি বাতিল করা হয়েছে তারা ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

এ সংক্রান্ত যে মামলা দায়ের করা হয়েছিল সেখানে অভিযোগ করা হয়েছিল, প্রশিক্ষিতদের চেয়ে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছিলেন।

মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, মামলাকারীদের থেকে কম নম্বর প্রাপ্ত অনেককে চাকরি দেওয়া হয়েছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলে ৮২৪ জনের নাম ছিল। মামলাকারীরা ইন্টারভিউ না দিয়েই তাদের থেকে বেশি নম্বর পেয়েছিলেন। তারপর ১৩৯ জনের একটি তালিকা তৈরি করা হয়, চাকরি যারা পেয়েছেন, তাদের থেকেও এই ১৩৯ জনের নম্বর বেশি ছিল।

আইনজীবীর দাবি, ৩০ হাজারের বেশি এমন প্রার্থী নিয়োগ করা হয়েছিল, যাদের নম্বর মামলাকারীদের থেকে কম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]