17045

04/23/2025 অভিনব কৌশলে গাঁজা চাষ

অভিনব কৌশলে গাঁজা চাষ

নড়াইল থেকে

২৭ মে ২০২৩ ২০:০৭

নড়াইলে অভিনব কৌশলে গাঁজা চাষ করায় আবুল হাসনাথ ওয়াসিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ। শনিবার(২৭ মে) নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আবুল হাসনাথ ওয়াসিম কালিয়া উপজেলার মুলশ্রী গ্রামের মৃত হাসমত আলী শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়াসিম বাড়ির পাশের জমিতে সবজি চাষ করেন। অতিরিক্ত লাভের আশায় সেই সবজির পাশাপাশি সেই জমিতে গাঁজার বেশ কয়েকটি চারা রোপণ করে পরিচর্যা করেন। শুক্রবার (২৬ মে) বিকেলে নড়াগাতী থানা পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর হোসাইন নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দল নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ছয় ফুট উচ্চতার একটি ও চার ফুট উচ্চতার চারটি গাঁজা গাছসহ চার কেজি ওজনের মোট ৫টি গাঁজা গাছ জব্দ করা হয়। এ সময় আবুল হাসনাথ ওয়াসিমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাঁজা গাছ জব্দপূর্বক আবুল হাসনাথ ওয়াসিমকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]