17155

04/20/2025 ডলারের বিকল্প মুদ্রা চালুর প্রস্তাব লুলার

ডলারের বিকল্প মুদ্রা চালুর প্রস্তাব লুলার

নিজস্ব প্রতিবেদক

৩১ মে ২০২৩ ১৮:৩৭

দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য একটি নতুন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

নাম না করে ডলার বন্ধের কথা বলেছেন লুলা। তিনি বলেছেন, দক্ষিণ আমেরিকার ভেতরে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি কারেন্সির ওপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি কারেন্সি তৈরি করতে পারি।
নতুন এই মুদ্রা কীভাবে তৈরি করা যায় তা দেখতে বিভিন্ন দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

লাতিন আমেরিকার ১২টি দেশ নিয়ে আয়োজিত সম্মেলনে এ প্রস্তাব দেন লুলা।

ব্রাজিলের এই সম্মেলনকে বামপন্থি জোটের বৈঠক হিসেবে মনে করছেন অনেকে।

লুলার নেতৃত্বে লাতিন আমেরিকায় বামপন্থি ব্লক শক্তিশালী হলে বিশ্ব রাজনীতির অংক ফের নতুন পথে আবর্তিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]