1721

09/20/2024 খুব ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

খুব ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

আর্ন্তজাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৮

খুব ভোরে ভূমিকম্পে কেঁপে উঠে নেপাল। অনেকেরই তখন ঘুম কাটেনি। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের রিখটার স্কেলে ৫.৪ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে। যদিও ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভোর ৫টা ৪ মিনিট ৭ সেকেন্ড নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ কিমি দূরের পূর্বদিকের মাটিতে এই কম্পনের সৃষ্টি হয়। এর ফলে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি ফিরে এলো নেপালে।

মাটি কেঁপে উঠতেই আতঙ্কিত হয়ে পড়েন সে সময় জেগে থাকা মানুষেরা। তাদের মনে ফিরে আসে ২০১৫’র ভয়াবহ স্মৃতি। বেশ কিছু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন অবধি এদিনের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর জানা যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]