1722

03/12/2025 আজ থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

আজ থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৩

এখন থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে শতভাগ আসনে যাত্রী নেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে। একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]