17337

03/20/2025 জানা গেল আফগান সিরিজের সময়সূচি

জানা গেল আফগান সিরিজের সময়সূচি

ক্রীড়া ডেস্ক

৬ জুন ২০২৩ ২০:৪৪

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ও ভেন্যু আগেই চূড়ান্ত করা হয়েছিল। এবার ম্যাচ শুরুর সময়ও নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

আগামী ১৪ জুন থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মিরপুর শেরে-ই বাংলায় শুরু হবে। খেলা শুরু হবে প্রতিদিন সকাল ১০টা থেকে। এরপর ১৬ দিন বিরতি দিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেখানে ৫, ৮ ও ১১ জুলাইয়ের তিন ওয়ানডে ম্যাচ শুরু হবে বেলা ২টায়।

ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে ১৪ ও ১৬ জুলাই দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। এদিকে প্রথম দফায় সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানরা। দেশে পৌঁছে তিন দিন অনুশীলন শেষেই প্রথম টেস্টে মাঠে নামবে রশিদ খানের দল। যদিও এই টেস্টের আগে থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]