17455

04/24/2025 ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন ছুটি ঘোষণা কুয়েতে

ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন ছুটি ঘোষণা কুয়েতে

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন ২০২৩ ১৭:১০

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত চলতি বছরের ঈদুল আজহায় ৬ দিনের ছুটি ঘোষণা করেছে। তেলসমৃদ্ধ এই দেশটির মন্ত্রিসভা শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদেনে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা।

‘মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছুটি কাটাবেন কুয়েতবাসী। ৩ জুলাই সোমবার থেকে ফের কাজ শুরু হবে দেশটির সরকারি-আধাসরকারি সব প্রতিষ্ঠান ও দপ্তরে,’ বলা হয়েছে কুনা’র প্রতিবেদনে।

ঈদুল আজহা বা কোরবানির ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় উৎসব। আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করেন মুসলিমরা।

আরবের জ্যোতির্বিদদের হিসেব অনুযায়ী, চলতি বছর ২৯ জুন কোরবানির ঈদ হওয়ার কথা। তবে চাঁদ উঠতে যদি বিলম্ব হয় সেক্ষেত্রে ৩০ জুনও হতে পারে ঈদ।

সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে ঈদুল আজহা উপলক্ষে সাধারণত ৫ থেকে ৬ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]