1747

04/10/2025 চা পাতায় রূপ ধরে রাখুন 

চা পাতায় রূপ ধরে রাখুন 

লাইফস্টাইল ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৪

চা পান সারা দিনের ক্লান্তি দূর করে চাঙা রাখে আমাদের। সব ধরনের আড্ডার মূল আকর্ষণ চা। আবার একাকীত্বেও সঙ্গী এক কাপ চা।

চায়ের জন্য সেরা আমাদের দেশ। পাহাড়ের সবুজ গাছগুলো যেন ঢেউ তোলা নদী। আর তার ছোট ছোট কচি পাতার চায়ের স্বাদ-গন্ধে শুরু হয় আমাদের দিন।

এই চা শুধু আমাদের ভেতরটাই অ্যাক্টিভ রাখে না, আমাদের বেইরের রূপ-সৌন্দর্য বাড়াতে কার্যকর। জেনে নিন রূপর্চচায় চা কীভাবে ব্যবহার করবেন:

• টি ব্যাগ ভিজিয়ে চোখের ওপরে ১০ মিনিট রেখে দিন। চা পাতায় রয়েছে ক্যাফেইন যা ডার্ক সার্কেল ও ফোলাভাব দূর করতে সাহায্য করে

• ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও চায়ের লিকার অতুলনীয়। কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে ত্বক মুছে নিন কয়েকবার। নিয়মিত করলে দাগগুলো দ্রুতই হারিয়ে যাবে ত্বক থেকে

• ত্বক পরিষ্কার রাখতে টোনার হিসেবে চমৎকার কাজ করে চায়ের লিকার

• ব্যবহার করা টি-ব্যাগের চা পাতা শুকিয়ে স্ক্রাবার হিসাবে ব্যবহার করুন

• ঠোঁট ও ত্বকের আর্দ্রতা ধরে রাখে গ্রিন টি

• জানেন তো, শ্যাম্পু করার পর বেস্ট কন্ডিশনার হতে পারে চায়ের লিকার। এক মগ চায়ের লিকারের সঙ্গে এক চা চামচ লেবুর রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চা ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ করে। সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে, বয়সের ছাপ পড়তে বাধা দেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]