দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২৪ রানেই দুই ওপেনারকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে মিডল অর্ডার ব্যাটারদের কল্যাণে ঘুরে দাঁড়ায় অজিরা। আর শেষদিকে অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্কের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় কামিন্সের দল। টেস্ট ক্রিকেটের মুকুট পেতে ভারতকে রীতিমতো পাহাড় টপকে রেকর্ড গড়তে হবে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা। এরফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রানের।