17542

04/04/2025 রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহনকারী গ্রাহকদের জন্য পুরষ্কার

রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহনকারী গ্রাহকদের জন্য পুরষ্কার

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২৩ ০০:০০

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স আয় বাড়াতে নানা উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসেবে ১১ জুন রবিবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে 'রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)' শীর্ষক ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়েছে যা চলবে ২৭ জুন পর্যন্ত। এই সময়ে প্রবাসীরা রূপালী ব্যাংকে টাকা পাঠালেই পাচ্ছেন লটারি জেতার সুযোগ। দ্বিতীয় সপ্তাহে ৫ জন রেমিট্যান্স উত্তোলনকারী পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

লটারির প্রথম পুরস্কার হিসেবে ১টি ১শ সিসি মোটর সাইকেল পেয়েছেন সিলেটের জগন্নাথপুর শাখার গ্রাহক মনোয়ারা বেগম, দ্বিতীয় পুরষ্কার পুরষ্কার হিসেবে ১টি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন নোয়াখালীর আমিশাপাড়া শাখার গ্রাহক মো. জামাল উদ্দিন, তৃতীয় পুরষ্কার হিসেবে ১টি মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন নওগাঁর আত্রাই শাখার গ্রাহক মোসা. সানজিদা খাতুন, চতুর্থ পুরষ্কার হিসেবে ১টি স্মার্টফোন পেয়েছেন সিলেটের মীরা বাজার কর্পোঃ শাখার গ্রাহক আফিয়া সিদ্দিকা নীপা এবং পঞ্চম পুরষ্কার হিসেবে ১টি ডিনার সেট পেয়েছেন ফেনীর কুটিরহাট শাখার গ্রাহক তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ সাফায়েত হোসেন ও এস. এম দিদারুল ইসলামসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]