17556

04/20/2025 মাদক সম্রাট রুবেল মুন্সী গ্রেপ্তার

মাদক সম্রাট রুবেল মুন্সী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২৩ ১৮:১৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৭ বছর ধরে পলাতক আসামি কুখ্যাত মাদক সম্রাট মো. রুবেল মুন্সীকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার (১৩ জুন) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৭ বছর ধরে পলাতক আসামি কুখ্যাত মাদক সম্রাট মো. রুবেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্সী র‌্যাবকে জানান, তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর রমনা থানায় ২০০৭ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৫ সালের মে মাসে রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলা হওয়ার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন কর ছিলেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]