17569

03/20/2025 মিরপুরে অনুশীলনে সাকিব

মিরপুরে অনুশীলনে সাকিব

ক্রীড়া ডেস্ক

১৩ জুন ২০২৩ ২৩:১৯

ইনজুরির কারণে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলছেন না সাকিব আল হাসান। তবে আঙুলের সেই ইনজুরি আগের থেকে বেশ ভালো অবস্থাতেই রয়েছে।

ইতোমধ্যে আঙুলের ব্যান্ডেজও খুলে ফেলেছেন সাকিব। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন তারকা এই অলরাউন্ডার।

দুপুর নাগাদ মিরপুরে এসে ঢাকার টাটকা রোদে নেমে পড়েছিলেন অনুশীলনে। এরপর মূল মাঠে বেশ কিছু সময় করেছেন রানিং। অবশ্য এদিন সাকিবকে দেখা যায় নায়কের বেশে। হলুদ টি-শার্টের সঙ্গে রোদ চশমা সঙ্গে শর্টস ও জুতা পরেই করেছেন রানিং।

টেস্ট সিরিজে সাকিব না খেললেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফিরবেন এই তারকা ক্রিকেটার।

আর ওয়ানডেতে মাঠে নামার আগেই অবশ্য নিজের ফিটনেস ফিরে পেতেই এমন অনুশীলন সাকিবের। এর আগে দিন তিনেক আগেও মিরপুরের মাঠে অনুশীলনে এসেছিলেন সাকিব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]