17625

03/20/2025 প্রথম মিনিটেই মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

প্রথম মিনিটেই মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

১৬ জুন ২০২৩ ০১:০১

ফিফা উইন্ডোতে প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই আলবিসেলেস্তেরা অধিনায়ক লিওনেল মেসির গোলে এগিয়ে গেছে।

ডি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের প্রথম শটেই তিনি গোল পেয়েছেন। বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে সন্ধ্যায় ৬টায় ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, মার্কাস আকুনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেজ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]