17708

04/05/2025 লবণের দানার চেয়েও ছোট ব্যাগ, আছে পকেটও

লবণের দানার চেয়েও ছোট ব্যাগ, আছে পকেটও

রকমারি ডেস্ক

১৯ জুন ২০২৩ ১৭:০৯

ফ্যাশনের এই যুগে মানুষের রুচি ও চাহিদা আলোকে বাড়ছে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন। কে কত নতুন কিছু বাজারে আগে আনতে পারে সেই প্রতিযোগিতা চলছে।

সম্প্রতি মার্কিন শিল্পী এমএসসিএইচএফ-এর সহযোগিতায় লবণের দানার চেয়ে ছোট একটি মাইক্রো লুই ভিতোঁ ব্যাগ তৈরি করা হয়েছে। নেটিজেনদের নজর কেড়েছে এই ব্যাগ। শিগগিরই ব্যাগটি নিলামে তোলা হবে।

ব্যাগটিতে পকেটও রয়েছে যা শুধুমাত্র একটি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। ব্যাগের সঙ্গে থাকবে একটি মাইক্রোস্কোপও। এই ব্যাগ লুই ভিতোঁ ব্র্যান্ডের।

এমএসসিএইচএফ তার ইনস্টাগ্রাম পেজে একটি ছবি শেয়ার করেছে ব্যাগটির।

ছবি শেয়ার করে তিনি লেখেন, বড় হ্যান্ডব্যাগ, সাধারণ হ্যান্ডব্যাগ এবং ছোট হ্যান্ডব্যাগ রয়েছে, তবে এটি ব্যাগের ক্ষুদ্রকরণের শেষ শব্দ।

এটি একটি খুব ছোট ব্যাগ, যা আঙুলে রাখলেও সহজে দেখা যাবে না। অনেকেই ব্যাগ নিয়ে তাদের মতামত দিয়েছেন। ব্যাগের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতেই একজন কমেন্টে লেখেন, ‘অবশেষে এমন একটি ব্যাগ যা সমস্ত টাকা ঢোকানো যাবে’।

আরেকজন লিখেছেন, ‘সত্যি বলতে, আমি যদি সত্যিই ধনী হতাম, আমি এটি কিনে একটি কাচের ক্যাবিনেটের নিচে রাখতাম, এটি বেশ মজার হত।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]