17898

04/19/2025 অ্যাকাউন্ট না থাকলে সেলিব্রেটিদের টুইট দেখা যাবে না

অ্যাকাউন্ট না থাকলে সেলিব্রেটিদের টুইট দেখা যাবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩ জুলাই ২০২৩ ১৭:১১

একের পর এক নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচিত টুইটার প্রধান ইলন মাস্ক। এবার জানালেন টুইটার অ্যাকাউন্ট না থাকলে নিজের প্রিয় সেলিব্রেটিদের টুইটও দেখা যাবে না।

টুইটারে যাদের অ্যাকাউন্ট নেই তাদের উদ্দেশ্যেই এমন বার্তা দিয়েছেন মাস্ক। ব্যবহারকারী বাড়ানোর জন্য এটি তার নতুন পদক্ষেপ।

বর্তমানে টুইটার অ্যাকাউন্ট না থাকলেও সার্চ ইঞ্জিন থেকে যে কোন সেলিব্রেটির টুইট দেখা যায়। অর্থাৎ ওয়েবসাইটে প্রবেশে কোন নিষেধাজ্ঞা নেই। ওই টুইটে কমেন্ট না করতে পারলেও তারকা কী লিখেছেন, তা দেখতে বাধা ছিল না।

এবার থেকে সেই সুবিধা আর পাওয়া যাবে না। টুইটার ইউজার না হলে কে কী টুইট করছেন, তা দেখা যাবে না।

ইলন মাস্ক দাবি করেছেন, অনেক থার্ড পার্টি অ্যাপ টুইটার থেকে তথ্য সংগ্রহ করে। এই সমস্যা ঠেকাতেই এমন সিদ্ধান্তের পথে হাঁটছে টুইটার।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই এমন সিদ্ধান্ত নেওয়া হয় সে ক্ষেত্রে ধাক্কা খেতে পারে টুইটার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]