17906

04/20/2025 মতিঝিলে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

মতিঝিলে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৩ জুলাই ২০২৩ ২০:০৬

রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে রাজিব হোসেন রানা ওরফে রাসেল (২৩) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ জুলাই) রাত পৌনে দুইটার দিকে আরামবাগ এলাকার ষষ্ঠ তলার ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ দাস বলেন, রাজিব একটি প্রেসে কাজ করত। সে ওই বাসার ষষ্ঠ তলায় একা একটি রুম নিয়ে থাকত। ধারণা করা হচ্ছে ঈদের ছুটির মধ্যে সে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিল। কিন্তু এটা আশপাশের লোক দেখতে পায়নি।

পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন দেখতে পায় সে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমাদের খবর দিলে আমরা এসে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, সবাই ঈদের ছুটিতে থাকায় সবার অগোচরে সে যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ছোট কালিয়াকৈর থানা এলাকায়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]