1797

09/20/2024 যেভাবে তৈরি করবেন চিংড়ির রোল

যেভাবে তৈরি করবেন চিংড়ির রোল

লাইফস্টাইল ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪৪

বিভিন্ন পদের রোল আমরা প্রায় সকাল অথবা বিকালের নাস্তায় খেয়ে থাকি। কিন্তু প্রতিদিন মাংস, সবজির রোল খেতে খেতে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। তাদের জন্য আজকে থাকছে ভিন্ন স্বাদের চিংড়ির রোল, এটি খেতে খুবই সুস্বাদু। তাই ঘরে তৈরি করতে পারেন চিংড়ির রোল। চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন-

উপকরণ:
৩৫০ গ্রাম চিংড়ি ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি করে নেয়া
২৫০ গ্রাম ময়দা
১টি পেঁয়াজ কুচি করে কাটা
২ চা চামচ ঘি
২ চা চামচ ভিনেগার
১ চা চামচ মরিচের গুঁড়া
আধ চা চামচ হলুদ গুঁড়া
১ চা চামচ গরম মশলা গুঁড়া
স্বাদমতো লবণ
পরিমাণ অনুযায়ী সাদা তেল
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
৪-৬টি কাঁচা মরিচ
আধ ইঞ্চি আদা
৬ কোয়া রসুন বেটে নেয়া।

প্রণালী:
কড়াইয়ে ১ টেবিল চামচ তেল দিন, তেল গরম হলে পেঁয়াজ ও আদা-রসুন-মরিচবাটা দিয়ে ভালো করে ভেজে নিন। এবার তাতে চিংড়ি, ভিনেগার, গরম মশলা, লবণ ও ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার নামিয়ে ঠাণ্ডা করতে রেখে দিন।

ময়দার সঙ্গে মরিচের গুঁড়া, গুঁড়া হলুদ ও লবণ দিন। এরপর তাতে ঘি দিয়ে ভালো করে মেখে মন্ড তৈরি করে নিন। এবার মন্ড থেকে লেচি কেটে রুটির আকারে বেলে তাতে চিংড়ির পুড় দিয়ে রোলের মতো গড়ে নিন। এবার কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে রোলগুলোকে ছাঁকা তেলে ডিপ ফ্রাই করুন। প্রণ রোল তৈরি। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]