17996

04/24/2025 অসহনীয় তাপমাত্রা : বেইজিংয়ে বাইরে কাজ বন্ধ রাখার নির্দেশ

অসহনীয় তাপমাত্রা : বেইজিংয়ে বাইরে কাজ বন্ধ রাখার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

৬ জুলাই ২০২৩ ২০:৫৩

অসহনীয় গরমে পুড়ছে চীনের রাজধানী বেইজিং। টানা কয়েকদিনের তীব্র রোদে বেড়েছে হিটস্ট্রোকের ঝুঁকি। আর সাধারণ মানুষের স্বাস্থ্যগত দিকটি চিন্তা করে দেশটির সরকার বেইজিংয়ে ঘরের বাইরের সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি। এদিন রাজধানীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হয়।

বয়স্ক এবং অসুস্থরা যেন শীতল থাকতে পারে, সেই ব্যবস্থা নিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অতি তাপমাত্রার কারণে ২ কোটি ২০ লাখ মানুষের শহর বেইজিংয়ে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

গত সোমবার এক সরকারি তথ্যে জানানো হয়, বেইজিংয়ে টানা ১০ দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ারে ওপর ছিল। ১৯৬১ সালের পর যা সর্বোচ্চ।

বাইরে কাজ বন্ধ রাখার ব্যাপারে সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ‘হিটস্ট্রোক প্রতিরোধে ও সাধারণ মানুষকে শীতল রাখতে সংশ্লিষ্ট বিভাগ জরুরি ব্যবস্থা গ্রহণ করবে।’ নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘বাইরে সব ধরনের কাজ বন্ধ রাখুন।’

এদিকে রাজধানী বেইজিং তাপের আগুনে পুড়লেও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

দেশটির উত্তর দিকের ইনার মঙ্গোলিয়ায়, উত্তরপূর্ব দিকের হেইলংজিয়াং ও তিব্বতে এবং দক্ষিণপূর্ব দিকের সিচুয়ানে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]