18008

04/23/2025 তারে আটকা পড়া পাখি উদ্ধার করলো ফায়ার সার্ভিস

তারে আটকা পড়া পাখি উদ্ধার করলো ফায়ার সার্ভিস

কুড়িগ্রাম থেকে

৮ জুলাই ২০২৩ ১৮:৫২

কুড়িগ্রাম পৌর শহরের নিউ মার্কেট এলাকায় বৈদ্যুতিক খুঁটির তারে আটকে থাকা একটি শালিক পাখি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

পাখিটি আটকে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দ্রুত পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর শহরের নিউ সুপার মার্কেট এলাকায়।

নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী টাইগার নামের একজন বলেন, আমরা একটি শালিক পাখিকে বিদ্যুতের তারে আটকা পড়ে ঝটপট করতে দেখি।

পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা দ্রুত এসে পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করে। সবারই তো জীবন আছে। পাখিটিও তো একটি প্রাণি তাই না। পাখিটিকে দ্রুত উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, পাখি হোক, পশু হোক অথবা মানুষ হোক আমরা খবর পাওয়া মাত্র তাদেরকে উদ্ধার করি এবং জীবন বাঁচানোর চেষ্টা করি। একটি পাখি বৈদ্যুতিক খুঁটির তারে আটকা পড়েছে এমন খবর পাওয়া মাত্র পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করেছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]