18141

03/19/2025 চলে এলো ‘মেসি চিকেন স্যান্ডউইচ’

চলে এলো ‘মেসি চিকেন স্যান্ডউইচ’

ক্রীড়া ডেস্ক

১৩ জুলাই ২০২৩ ১৭:০৭

আর কয়েকদিন পরই যুক্তরাষ্ট্রের সকার ফুটবলের সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

ইতোমধ্যে এমএলএস ক্লাব ইন্টার মায়ামির অভ্যর্থনা নিতে পরিবারসহ তিনি সেখানে পৌঁছে গেছেন। ইতোমধ্যে এই মহাতারকাকে ঘিরে ব্যবসায় সম্প্রসারণেও নেমেছেন অনেকে।

যুক্তরাষ্ট্রে হার্ড-রক ক্যাফে রেস্টুরেন্টে ‘মেসি চিকেন স্যান্ডউইচ’ নামে একটি খাবারের প্রচারণা চলছে। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মেসি।

একটি ভিডিওতে দেখা যায়, রেস্টুরেন্টের তিনজন শেফ দাঁড়িয়ে আছেন। মাঝখানে প্রধান শেফের ভঙ্গিতে দাঁড়ানো মেসি। তার দুই পাশে থাকা দুজনও আর্জেন্টাইন, সেবাস্তিয়ান মারভিনও ম্যাক্সিমো লোরেঞ্জো। এই দুই পাঁচকের কোম্পানি খোলা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে স্পেনে তাদের প্রতিষ্ঠানটির কার্যক্রম ছিল। যেখানে একটি মেন্যু ছিল ‘মেসি বার্গার’।

সংবাদমাধ্যম ক্লারিনকে দেওয়া সাক্ষাৎকারে সেবাস্তিয়ান বলেছেন, ‘মেসি ব্র্যান্ড ফুটবলকে আরও প্রসারিত করছে। লাইভ গ্রেটনেস নামে আমরা একটি প্ল্যাটফর্ম খুলেছি, যেখানে স্বয়ং দূত হিসেবে উপস্থিত ছিলেন লিও। এরপরই তার নামের পণ্যটি এবং রিটেইল লাইন (সংগৃহীত জাম্পসুইট ও শার্ট) বানানো হয়েছে।’

আর্জেন্টিনা থেকেই মেসির সঙ্গে কাজ শুরু করেছিলেন সেবাস্তিয়ান ও ম্যাক্সিমো। এই মহাতারকার সঙ্গে কাজ করাকে বিশেষ বলে মনে করছেন সেবাস্তিয়ান, ‘তার সঙ্গে আমাদের দুজনের মধ্যকার বিশেষ কিছু আছে। আমাদের অন্য যেকোনো কিছুর চেয়ে উর্ধ্বে লিও। এমনকি চরম দুশ্চিন্তার সময়ও আমরা তাকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাতে ভুল করিনি। বিনয় এবং হাসি নিয়ে তিনি আমাদের জবাবও দিয়েছেন।’

পরবর্তীতে মেসি নিজেও হার্ড-রক ক্যাফেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আরেকটি স্বপ্ন সত্যি হলো। হার্ড-রকে বানানো মেসি চিকেন স্যান্ডউইচ আপনাদের জন্য পরিবেশন করতে পেরে আমি আনন্দিত। এটি আমার পছন্দের খাবার, লা মিলানেসা থেকে। কোনোভাবেই আমি এটি হাতছাড়া করতে পারেন না!’

আগামী ২১ জুলাই মায়ামির হয়ে প্রথমবার জার্সি গায়ে তুলবেন মেসি। তার আগে ১৬ জুলাই বর্ণাঢ্য আয়োজনে মেসি ও তার সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটসকে অভ্যর্থনা জানাবে ডেভিড ব্যাকহামের ক্লাবটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]