18159

04/05/2025 পরচুলা পরে বিয়ের আসরে বর, ফাঁস হতেই বেধড়ক মারপিট

পরচুলা পরে বিয়ের আসরে বর, ফাঁস হতেই বেধড়ক মারপিট

রকমারি ডেস্ক

১৪ জুলাই ২০২৩ ০০:০৯

টাক মাথায় তিনি পরেছেন পরচুলা। মাথায় যে চুল নেই, সেই তথ্য গোপন করে বিয়ের পিঁড়িতেও বসেন তিনি। পরচুলা পরে ঢেকে রাখেন টাক। তার ওপর পরিপাটি করে বসিয়েছিলেন বিয়ের পাগড়ি। কিন্তু বিয়ের আসরে তার গোপন রহস্য ফাঁস হতে বেশি সময় লাগেনি।

পরিণতিও হয়েছে করুণ, খেতে হয়েছে গণধোলাই। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের ইকবালবুল এলাকায়।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরের টাক আবিষ্কার করে ফেলেছিলেন কনের পরিবারের সদস্যরা।

তারপর শুরু হয় মারধর। বিয়ে বাড়িতেই বরকে চড়-থাপ্পড় মারা হয়। টেনে খুলে দেওয়া হয় তার পাগড়ি। পরচুলা নিয়েও টানাটানি করা হয়। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বরের সাজে বসে থাকা এক যুবককে চড়-থাপ্পড় মারছেন কয়েকজন। সঙ্গে চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। এ সময় আতঙ্কে কান্নাকাটিও করতে দেখা যায় বরকে। মাঝে মাঝে হাত জোড় করে কনের আত্মীয়দের কাছে কিছু অনুরোধ করছেন।

কিন্তু কেউ তার কথা শুনছেন না। যুবককে দুই হাতে পরচুলা চেপে ধরে রাখতেও দেখা যায় ভিডিওতে।

দেশটির দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, বিয়ের জন্য প্রতারণার আশ্রয় নেওয়া ওই যুবকের বাড়ি বিহারের গয়ার ইকবালপুর এলাকায়। সম্প্রতি বাজাউরা গ্রামে দ্বিতীয় বিয়ে করতে যান তিনি। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগ মুহূর্তে কনে পক্ষের লোকজন বরের মাথায় পাগড়ি ও ফুলের মালা দেখে সন্দেহ করে।

পরে একজন তার মাথায় পাগড়ি টান দিয়ে খুলে দেখতে পান টাক। এই ঘটনার পরপরই কনে পক্ষের লোকজন ওই বরকে বেধড়ক মারপিট করেন।

ইকবালপুরের এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ ওই যুবককে নিয়ে ঠাট্টা করছেন। কেউ আবার মাথায় চুল নেই বলে তার হেনস্থার প্রতিবাদ করছেন।

অনেকেই বলছেন, সত্য গোপন করে বিয়ে করতে যাওয়া উচিত হয়নি ওই বরের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]