18328

04/04/2025 বার্লিনের রাস্তায় পালিয়ে যাওয়া সিংহকে খুঁজছে পুলিশ

বার্লিনের রাস্তায় পালিয়ে যাওয়া সিংহকে খুঁজছে পুলিশ

রকমারি ডেস্ক

২০ জুলাই ২০২৩ ২১:১৭

জার্মানির রাজধানী বার্লিনে পালিয়ে যাওয়া একটি সিংহকে খুঁজছে পুলিশ। মানুষখেকো হিংস্র এ প্রানীটি ক্ষতি করতে পারে এমন আশঙ্কা থেকে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিংহটিকে অনেকে রাস্তায় হাঁটতে দেখেছেন।

বুধবার (১৯ জুলাই) রাত থেকে বার্লিনের দক্ষিণ-পূর্ব দিকের ব্র্যান্ডনবার্গে এ অভিযান শুরু হয়। যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে। সিংহটিকে খুঁজে বের করতে দুটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়।

ব্র্যান্ডনবার্গ পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সিংহটিকে খুঁজে বের করতে কাজ করছেন পুলিশের কয়েকশ সদস্য। তিনি বলেছেন, ‘আমরা মনে করছি পালিয়ে যাওয়া প্রাণীটি সিংহ। এ ধারণা নিয়ে কাজ করছি।’

বর্তমানে ব্র্যান্ডনবার্গের পৌরসভা ক্লেইনমাচনো এবং স্টাহনসডর্ফে অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার সকালে টুইটে বার্লিন পুলিশ এক সতর্কতা বার্তায় জানায়, রাজধানীর দক্ষিণদিকসহ পুরো এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

অপরদিকে নাগরিক সুরক্ষা অফিস স্থানীয়দের সতর্কতা বার্তায় বলেছে, তারা যেন আপাতত তাদের পোষা প্রাণীদের ঘরের ভেতর রাখেন।

সিংহটি কোথা থেকে এসেছে বা পালিয়ে এসেছে কিনা? এমন প্রশ্নের জবাবে পুলিশের মুখপাত্র বলেছেন, ওই এলাকায় অনেকের বাড়িতে পোষা প্রাণী এবং সার্কাস রয়েছে। সেখান থেকে এটি পালিয়ে থাকতে পারে। তবে কেউ এ ধরনের কোনো রিপোর্ট করেননি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]