18405

04/20/2025 শ্বাসরোধ করে কলেজছাত্রীকে হত্যা, প্রেমিকের দোষ স্বীকার

শ্বাসরোধ করে কলেজছাত্রীকে হত্যা, প্রেমিকের দোষ স্বীকার

আদালত প্রতিবেদক

২৩ জুলাই ২০২৩ ২২:৪১

পুরান ঢাকার সূত্রাপুরে আফসানা আক্তার শিপা (২১) নামে এক কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার প্রেমিক সৈকত সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২৩ জুলাই) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক ফিরোজ আলী।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতে সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনপ কুমার বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায়, নিহত শিপা শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়াশোনা করতেন। তার প্রেমিক সৈকত উদয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। দুজন দুই ধর্মের, বিয়ে করতে পারবে না, পরিবারও মেনে নেবে না।

এসব বিষয় নিয়ে গত ২২ জুলাই দুপুরের দিকে শিপা ও সৈকতের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সৈকত শিপার গলাটিপে অচেতন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে আটক ও শিপাকে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিপার বাবা মো. ফজলুর রহমান বাদী হয়ে সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]