18447

04/03/2025 বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই ২০২৩ ০১:০৪

২০২৩ সালের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা সফলভাবে সম্পন্ন করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক (বিজিসিবি)।

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩, রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।

ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক অর্জন, ভবিষ্যত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ ব্যাংকের কাঙ্ক্ষিত অর্জনের জন্য আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি।

এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখা ব্যববস্থাপকগণ আলোচনায় অংশ নেন। সভা শেষে “কাসা ক্যাম্পেইন ২০২৩” এর সেরা তিনজন পারফর্মার এর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]