18489

04/23/2025 জয়পুরহাটে বাড়ছে গরুর লাম্পি স্কিন রোগ, দুশ্চিন্তায় খামারিরা

জয়পুরহাটে বাড়ছে গরুর লাম্পি স্কিন রোগ, দুশ্চিন্তায় খামারিরা

জয়পুরহাট থেকে

২৬ জুলাই ২০২৩ ১৭:০১

'গরুর শরীরের বিভিন্নস্থানে চামড়ায় গুটি গুটি দানা। গলা ও পা ফুলে জমছে পানি। শরীরে বইছে জ্বর আর প্রচণ্ড ব্যথায় শরীর বেঁকে যাচ্ছে। নাক-মুখ দিয়ে ঝরছে লালা। ঠিকমতো খেতে পারছে না। শরীর দুর্বল হয়ে অনেক গরু মারাও যাচ্ছে।'

গরুর এ রোগটির নাম 'লাম্পি স্কিন'। এটি একটি ভাইরাসজনিত রোগ। জয়পুরহাটে গরুর লাম্পি স্কিন রোগ (এলএসডি) দেখা দিয়েছে। এই রোগে আক্রান্ত গরুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অনেক গরু সুস্থ হওয়ার পাশাপাশি মারা যাচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য মতে, এ জেলায় প্রতিবছর পাঁচ লাখের ওপর দেশি ও সংকর জাতের গরু লালন-পালন করা হয়। এই গরু পালনে খামারিদের ব্যাপক অঙ্কের টাকা ধরা থাকে। সম্প্রতি লাম্পি স্কিন ভাইরাস গরুর শরীরে বাসা বেঁধেছে। এতে গরু-বাছুর দুর্বল হয়ে মারাও যাচ্ছে।

জানা গেছে, লাম্পি স্কিন রোগে পাঁচবিবি উপজেলায় আক্রান্ত হয়েছে ২০০টির মতো গরু। সদরে ৬৫টি, আক্কেলপুরে ৬২টি, কালাইয়ে ৫০টি ও ক্ষেতলাল উপজেলায় ১৩০টি। অর্থাৎ ৫০৭ টি গরু এই রোগে আক্রান্ত হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে পাঁচবিবি উপজেলায় ২৫টি ও কালাইয়ে একটি গরু মারা গেছে। বেসরকারি তথ্য মতে, জেলায় ৩ হাজারের মতো গরু এই রোগে আক্রান্ত হয়েছে। আর গরু মারা যাওয়ার সংখ্যাও ৫০ এর মতো হবে।

সদরের পুরানাপৈল হালট্টি গ্রামের নুরুল ইসলাম মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে একটি বকনা গরু নিয়ে আসেন। তার গরুটিও লাম্পি স্কিন রোগে আক্রান্ত। সেখানে কথা হয় তার সঙ্গে। নুরুল ইসলাম বলেন, দুটি গরু বাড়িতে আছে। এর মধ্যে আজ সকালে ছোট একটি বকনা গরুর গলায় গোটা গোটা হয়ে ফুলে গেছে। গরুটি ঠিকমতো খাবার খাচ্ছে না। পরে অনেকেই বলছে এটি লাম্পি স্কিন রোগ। তাই দ্রুত চিকিৎসা দিতে এখানে এনেছি।

পাঁচবিবির জামাল উদ্দিন নামে এক কৃষক বলেন, আমি ছোট-বড় মিলে নয়টি গরু পালন করি। এর মধ্যে তিনটি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। দুটি বাছুর ও একটি বড় গরু। গরুগুলো খেতে পারছে না। শরীরে খুব জ্বর, পা ফুলে গেছে। আরও কয়েকটা গরুর জ্বর শুরু হতেই হাতপাতালে গিয়ে ওষুধ নিয়ে এসেছি। সব গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গরু অনেকটা সুস্থ হচ্ছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, লাম্পি স্কিন রোগে বাছুর গরু বেশি আক্রান্ত হচ্ছে। সেটি আবার লাল রংয়ের গরু। বড় গরুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি। এজন্য বড় গরুর লাম্পি স্কিন ভাইরাস কম হচ্ছে। অনেক গরু এই রোগে আক্রান্ত, কিন্তু আমরা সেভাবে জানতে পারছি না। গরু পালনকারীরা জানাচ্ছে না। আক্রান্তের দীর্ঘ সময় হলে চিকিৎসার জন্য নিয়ে আসছেন। তাছাড়া এই রোগে আক্রান্তের লক্ষণ পাওয়ার পর আমাদের অবগত করলে বা প্রাণিসম্পদ কার্যালয়ে আনলে আমরা ভ্যাকসিন দিচ্ছি।

জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের জেলা ট্রেনিং অফিসার ডা. এস এম খুরসিদ আলম বলেন, প্রথমে যখন শুরু হয়, তখন গরু পালনকারীরা চিকিৎসা দেননি। ফলে বেড়ে গেছে। এর মধ্যে আগের আনা ১৫ হাজার ভ্যাকসিনও শেষ হয়ে যাওয়ার পথে। পরে দ্রুত আবার বিশেষভাবে আরও ১৫ হাজার ভ্যাকসিন আনিয়েছি। লাম্পি স্কিনে গরু আক্রান্তের লক্ষণ পেলেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এখন এই রোগে আক্রান্ত গরুর সংখ্যা অনেকটা কমে এসেছে।

জয়পুরহাট আঞ্চলিক প্রাণী রোগ অনুসন্ধান গবেষণাগারের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডা. নাসির উদ্দিন সরকার বলেন, লাম্পি স্কিন একটি ভাইরাস। এটি গরুর স্কিনে ছড়িয়ে পড়ে। এই রোগ হওয়ার আগেই গরুকে ভ্যাকসিন দিতে হবে। কিন্তু লাম্পি স্কিন হওয়ার পর ভ্যাকসিন দিলে তা ভালো হতে দীর্ঘ সময় লাগে। অনেক সময় গরুর শরীরে এটি দীর্ঘ হলে গরু মারাও যায়। এতে গরু পালনকারীদের আর্থিক ক্ষতি বেশি হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]