1849

04/02/2025 অস্ট্রেলিয়ার উপকূলে আটকা পড়ে অন্তত ৯০ তিমির মৃত্যু

অস্ট্রেলিয়ার উপকূলে আটকা পড়ে অন্তত ৯০ তিমির মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২০ ২১:৪২

অস্ট্রেলিয়ার দ্বীপ অঙ্গরাজ্য তাসমানিয়া উপকূলে আটকেপড়া ২৭০টি তিমির মধ্যে অন্তত ৯০টির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বিবিসি আজ মঙ্গলবার সকালে এ প্রতিবেদন প্রকাশ করেছে।

অস্ট্রেলিয়ার তাসমানিয়ার পশ্চিম উপকূলে তিমিদের আটকেপড়ার বিষয়টি নজরে আসে গতকাল সোমবার। সৈকতে তিমিদের আটকে যাওয়া অস্ট্রেলিয়ায় নতুন নয়। তবে এত বেশি সংখ্যায় তিমির দল কীভাবে সৈকতে এসে আটকে গেছে, তা জানা যায়নি।

অভিজ্ঞ উদ্ধারকারীরা কাজ করছেন। আটকেপড়া তিমিগুলোর জীবন রক্ষায় হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। তিমিগুলো উদ্ধারে আরো কয়েকদিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]