18555

04/23/2025 পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নী

পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নী

গাইবান্ধা থেকে

২৮ জুলাই ২০২৩ ০০:১০

গাইবান্ধায় পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে মামা মিজানুর রহমান (৩) ও ভাগ্নী জান্নাতী আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের শিমুল তাইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মিজানুর রহমান ওই গ্রামের আনছার আলীর ছেলে ও শিশু জান্নাতী আক্তার একই গ্রামের আজাদুল মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামা-ভাগ্নী।

স্থানীয়রা জানায়, শিশু মিজানুর ও জান্নাতি আক্তার বাড়ির সামনে খেলছিল। হঠাৎ করে দুই শিশু সবার অগোচরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবার সামনে গিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ পর স্বজনরা তাদের খুঁজে না পেয়ে ওই ডোবার পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। দুই শিশুর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বইছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]