186

03/14/2025 রাজধানীর মিরপুরে আগুনে একই পরিবারের তিনজন নিহত

রাজধানীর মিরপুরে আগুনে একই পরিবারের তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ ২০২০ ২১:১৫

রাজধানীর মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় মশার কয়েলের আগুনে মা ও দুই সন্তানসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কল্পনা (৩০) তার দুই সন্তান জান্নাত (১২) ও কাউসার (১০)।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মশার কয়েল থেকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের পর ভিতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশগুলো স্থানীয় পুলিশের কাছে আছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা জানান, ভোরে মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে একই পরিরারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মা ও তার দুই সন্তান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]