18718

04/23/2025 কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

কুমিল্লা থেকে

৬ আগস্ট ২০২৩ ০১:৩৭

কুমিল্লায় পানিতে ডুবে হাসান (৮) এবং হোসাইন (৮) নামের জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান এবং হোসাইন মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে। কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বছরখানেক আগে হাসান এবং হোসাইনের বাবা কবির হোসেন মারা যান। কবির হোসেন মুরাদনগর উপজেলার বাসিন্দা হলেও মৃত্যুর আগে সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও গ্রামে জমি কিনে বাড়ি করে যান।

আজ শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করছিল হাসান এবং হোসাইন। কিছু সময় পর স্বজনরা তাদের খুঁজে না পেয়ে পুকুরঘাটে গিয়ে দুজনের স্যান্ডেল দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে দুইজনের নিথর দেহ উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কোনো অভিযোগ না থাকায় অনুমতি দেওয়া হলে বিকেলে হাসান এবং হোসাইনের দাফন সম্পন্ন করেন স্বজনরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]