1883

09/20/2024 মেছতা দূর করার ঘরোয়া উপায়

মেছতা দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৬

ছোট ছোট বাদামি স্পটে ত্বকের অনেকটাই যখন ঢেকে যেতে থাকে। এরচেয়ে মন খারাপ খুব কম সময়েই হয় জীবনে।

অনেকেই আজকাল ত্বকের দাগ বা মেছতা কমাতে লেজার করার কথা চিন্তা করেন। কিন্তু লেজার করার পর সঠিক নিয়ম না মেনে চলার ফলে ত্বকের অবস্থা আগের চেয়েও অনেক খারাপ হয়ে যায়।

ত্বকে মেছতা হতে পারে এমন দাগ দেখা দিতে শুরু করলেই প্রয়োজন বাড়তি যত্ন। নিজে ঘরেই মেছতা থেকে মুক্তি পেতে যা করতে পারেন:

• টকদই মেছতা দূর করতে খুবই কার্যকরী। সপ্তাহে তিনদিন ত্বকে টক দই লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। টক দই মেছতা দূর করে ত্বকের উজ্জ্বলতাও বাড়িয়ে দেবে
• লেবুর রসে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে। যা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত লেবুর রস সামান্য পানির সঙ্গে মিশিয়ে ত্বকে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন
• অল্প আমন্ড অয়েল গরম করে ২ থেকে ৩ ফোঁটা নিয়ে মেছতার জায়গায় ম্যাসাজ করুন। ঘণ্টা খানেক রেখে ধুয়ে নিন
• তেল গরম করে সারামুখে ম্যাসাজ করুন। যতক্ষণ না ত্বক তেল শুষে নেয় ততক্ষণ ম্যাসাজ করুন। এবার ঘণ্টাখানেক রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন
• বাইরে বের হওয়ার ২০ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন লোশন লাগিয়ে বের হবেন। রোদে গেলে অবশ্যই ছাতা, মাস্ক ও সানগ্লাস ব্যবহার করুন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]