18920

03/19/2025 ‘ঘরে ফেরায়’ ডেম্বেলেকে স্বাগত জানালেন এমবাপে

‘ঘরে ফেরায়’ ডেম্বেলেকে স্বাগত জানালেন এমবাপে

ক্রীড়া ডেস্ক

১২ আগস্ট ২০২৩ ২৩:৫৩

বার্সেলোনা ছেড়ে নিজ দেশের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন উসমান ডেম্বলে। ৫ আগস্টের মধ্যে তার সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতা করেছে প্যারিসের ক্লাবটি। শনিবার দিয়েছে চুক্তি সম্পন্নের ঘোষণা।

ডেম্বেলের সঙ্গে পাঁচ মৌসুমের চুক্তি করেছে লা প্যারিসিয়ানরা। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলার বিষয়ে সম্মত হয়েছেন তিনি।

ডেম্বেলের হাতে ২০২৮ লেখা জার্সি দিয়ে পিএসজি তাদের ফেসবুক পেজে ছবি দিয়ে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া এক ভিডিও বার্তায় ডেম্বেলেকে স্বাগত জানিয়েছে।

ডেম্বেলেকে প্যারিসে স্বাগত জানিয়েছেন বন্ধু কিলিয়ান এমবাপে। নিজের ইনস্টাগ্রামে ফ্রান্স জাতীয় দলের ফরোয়ার্ড ডেম্বেলের হাতে থাকা পিএসজির জার্সির ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঘরে ফেরায় স্বাগত, ভাই। তোমাকে এখানে দেখে খুব খুশি। অভিযান শুরু।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]