19170

04/22/2025 ২২২ বোতল ফেনসিডিলসহ বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

২২২ বোতল ফেনসিডিলসহ বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুড়িগ্রাম থেকে

২১ আগস্ট ২০২৩ ১৮:৪৩

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মনোয়ার হোসেন মুন্নাকে ২২২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা।

সোমবার (২১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমান। এর আগে রোববার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন মুন্না উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের আবুল বাশারের ছেলে এবং বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।

বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান জানান, ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়ে থাকলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ সময় বাড়ির ভেতর থেকে বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করে আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে রোববার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]