19294

03/19/2025 অভিজ্ঞ তামিমকে নিয়ে যা বললেন সাকিব

অভিজ্ঞ তামিমকে নিয়ে যা বললেন সাকিব

ক্রীড়া ডেস্ক

২৬ আগস্ট ২০২৩ ২১:১৯

বাংলাদেশ জাতীয় দলের ওপেনিংয়ে দীর্ঘদিন ধরে ভরসার নাম তামিম ইকবাল। ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে এখন পর্যন্ত তিনিই দেশের সর্বোচ্চ রানসংগ্রাহক ব্যাটার। অবশ্য এই দৌড়ে তার সঙ্গে দারুণ লড়াই রয়েছে তিন ফরম্যাটে টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসানের।

তবে ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ। এ নিয়ে অধিনায়ক সাকিব আজ (শনিবার) সংবাদ সম্মেলনে কথা বলেছেন।

তামিমের প্রসঙ্গ আসলে সাকিব বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলকে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা ভালো থাকে। সেগুলো শেয়ার করলে বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়। ’

যেহেতু সাকিবের অভিজ্ঞতা আছে শ্রীলঙ্কায়। সে কারণে নিজের অভিজ্ঞতা থেকে টাইগার এই অধিনায়ক বলছিলেন, ‘যখন এশিয়া কাপে পাল্লেকেলেতে আমাদের প্রথম খেলা শ্রীলঙ্কার সঙ্গে। আগের রেকর্ডগুলো বলছে, ওখানে সাধারণত ব্যাটিং পিচ হয়ে থাকে। ব্যাটাররা রান করার সুবিধা পায়, তবে বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে ব্যাটারদের জন্যও চ্যালেঞ্জিং বেশি তাড়াতাড়ি রান করার জন্য।’

টাইগার অধিনায়ক আরও বলেন, ‘আমাদের সব দিকে প্রস্তুতি থাকতে হবে। এলপিএলে আমরা সম্ভবত এশিয়া কাপের উইকেটে খেলিনি। পিচগুলো একটু আলাদা ছিল। ওখানের সঙ্গে তুলনা করা কঠিন হবে। তবে যে কন্ডিশনের উইকেট দেখে এসেছি, খুব বেশি বদলানোর সম্ভাবনা নেই। যেহেতু তিন চারদিন আগে গেছি খুব বেশি কঠিন হবে না মানিয়ে নিতে। কারণ আমাদের থেকে খুব বেশি দূরে না।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]